বর্তমানে সকল সচেতন নাগরিক যার যার আয়ের উপর ভিত্তি করে আয়কর জমা প্রদান করে থাকেন। আবার কোন কোন সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর জমা প্রদান সংক্রান্ত তথ্যাদি দাখিল করার প্রয়োজন হয়। আপনি ব্যাংক থেকে লোন নিবেন, অবশ্যই আপনাকে আয়কর প্রদান সংক্রান্ত তথ্যাদি দাখিল করতে হবে। দাখিলকৃত টিন (TIN) নাম্বারের সঠিকতা বা আয়কর দাখিল করা হয়েছে কি না তা যাচাই করার প্রয়োজন হয়। তো চলুন দেখে নিই- কিভাবে আমরা খুব সহজেই অনলাইনে কারো টিন (TIN) নাম্বারের সঠিকতা বা আয়কর দাখিল করা হয়েছে কি না তা যাচাই করা যায়।
অনলাইনে আয়কর দাখিল যাচাই পদ্ধতি
অনলাইনে আয়কর দাখিল যাচাই করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।
জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আমরা আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত তথ্যাদি যাচাই করতে পারি। অনলাইনে আয়কর দাখিল যাচাই করার জন্য এখানে ক্লিক করুন। নিচের মতো একটি ওয়েবসাইট ওপেন হবে।
তথ্যাদি ইনপুট এবং যাচাই করুন
ওয়েবসাইটে প্রবেশের পর একটি ফর্ম আসবে। উক্ত ফরমে প্রয়োজনীয় তথ্যাদি ইনপুট দিতে হবে। প্রথমে ড্রপ ডাউন ফিল্ড হতে অর্থ বছর সিলেক্ট করে যার আয়কর রিটার্ন দাখিলের তথ্য জানতে চান তার টিন নাম্বার দিতে হবে। পরবর্তীতে ক্যাপচা পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করলেই নিচের ইমেজের মতো রিটার্ন দাখিল সংক্রান্ত তথ্যাদি প্রদর্শিত হবে।
উপরোক্ত পদ্ধতি ব্যবহার করে আমরা যে কারো আয়কর রিটার্ন জমা দিয়েছে কি না এসব বিষয়ে তথ্যাদি যাচাই করতে পারি। এক্ষেত্রে ১২ ডিজিটের ট্যাক্স আইডেন্টেফিকেশন নাম্বার বা টিন নাম্বার টি থাকার প্রয়োজন হবে।