পতেঙ্গা সী-বীচ
পতেঙ্গা সী-বীচের জোয়ার ভাটার সময়

পতেঙ্গা সী-বীচে যাচ্ছেন? একটি টিপস জেনে নিন

এখন শীতকাল। এ সময়টায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় সবাই পরিবারসহ একটু ঘুরাঘুরি করার চেষ্টা করে। তো আপনি যদি পাহাড়-সমুদ্র দেখতে চট্টগ্রামে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে ছোট্ট একটা টিপস জেনে নিন। 

টিপস- পতেঙ্গা সী-বীচে জোয়ার ভাটার সময়

আপনি হয়তো এখন বাসায় বা হোটেলে আছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পতেঙ্গা সী-বীচে যাওয়ার জন্য বের হলেন। পতেঙ্গা সী-বীচে পৌছলেন। আপনার কিছুটা মন খারাপ হয়ে গেলো কেননা আপনি চাচ্ছিলেন সী-বীচের বালিতে একটু হাটাহাটি করবেন। হাটু পানিতে ভিজবেন। কিন্তু জোয়ার থাকায় নীচে নামার কোন সুযোগ নাই। নিরুপায় হয়ে উপর থেকে পানির ঢেউ দেখা ছাড়া আর কিছুই করার নেই। এই মন খারাপ টা হবে না যদি আপনি জোয়ার ভাটার সময়টা জেনে নিয়ে ঘর হতে বের হতেন। অর্থ্যাৎ যখন ভাটা হবে তখন পতেঙ্গায় যেতেন। 

নিচে ৩ দিনের জোয়ার ভাটার সময় দেয়া হলো। দেখে নিন এবং ঘুরে আসুন আপনার ইচ্ছে মতো! টিপসটি ভালো লাগলে অন্যদেরকেও জানার সুযোগ দিন।

Leave a Reply