ডিজিটাল প্রতারণা
ডিজিটাল প্রতারণা

ডিজিটাল প্রতারণার ফাঁদসমূহ- আসুন সচেতন হই

বর্তমানে চারদিকে মোবাইল, ইন্টারনেট, সোস্যাল মিডিয়ায় মানুষের অবাধ বিচরনকে লক্ষ্য করে এক শ্রেণির প্রতারক চক্র সক্রীয় হয়ে উঠছে। যারা বিভিন্নভাবে মানুষদের নিকট হতে টাকা হাতিয়ে নিচেছ।  ওদের   খপ্পর থেকে মুক্ত থাকার জন্য সচেতন থাকার প্রয়োজন। চলুন দেখে নিই কয়েকটি কারসাজি। 

যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে:

লটারী জিতা

আপনার মোবাইল নাম্বার অথবা আপনার ইমেইল এ্যাডরেস অমুক দেশের অমুক লটারীতে সিলেক্ট হয়েছে। যার মূল্য .. মিলিয়ন ইউরো বা ডলার। উক্ত ডলার আপনি যদি পেতে চান নিম্নোক্ত নাম্বারে  যোগাযোগ করুন।  আপনি বিশ্বাস না করলেও কৌতুহল বশত হয়তো যোগাযোগ করলেন। তারা এটার প্রমানাদি দাখিল করে আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করবে। সর্বশেষ স্টেজে এসে এই টাকা পাঠানোর জন্য আপনার নিকট হতে কিছু টাকা চাইবে। আপনি সরল মনে টাকাটা পাঠালেন মানেই আপনি ধরা খেলেন। মোটামোটি এরকম ভাবে মানুষকে ব্লেকমেইলিং করে টাকা হাতিয়ে নেয় এই চক্র।

কাস্টমার সার্ভিস থেকে কল করা

আপনার মোবাইল নাম্বারে হঠাৎ একটি ফোন কল। আপনার এই বিকাশ বা নগদ বা রকেট নাম্বারে এই কাজটি না করলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যাবে। একাউন্ট বন্ধ হয়ে গেলে আপনি আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। তো আপনাকে আমরা হেল্প করতে পারি। আপনার পিন নাম্বারটা একটু প্রয়োজন..। তো আপনি পিন নাম্বারটা দিলেন তো ধরা খেলেন। মনে রাখবেন- প্রকৃত কাস্টমার কেয়ার প্রতিনিধি কখনো গ্রাহকদের পিন নাম্বার চাইবে না। সহযোগিতার জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি ওদের  সিস্টেমে রয়েছে। 

শিক্ষাবোর্ড থেকে ফোন কল - উপবৃত্তির টাকা

ধরুন আপনার মেয়ে বা ছেলে স্কুলে পড়ে। আমরা জানি সরকার বিভিন্ন প্রজেক্টের আওতায় স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের উপবৃত্তি বা বৃত্তির টাকা প্রদান করে। এ অবস্থায় শিক্ষা বোর্ড থেকে একটি ফোন পেলেন। বলল আপনার মেয়ের উপবৃত্তির টাকাটা এখনো পাঠানো হয়নি। আজকের মধ্যে যদি না নেন তাহলে সেটি ফেরত যাবে। একটি বিকাশ বা ব্যাংক একাউন্ট নাম্বার আর পিন নাম্বারটি দেন আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আপনি দিলেন তো ধরা খেলেন। আপনার একাউন্ট নাম্বার আর পিন নাম্বার দিয়ে আপনের একাউন্ট এ্যাকসেস করে টাকা হাতিয়ে নিতে তার কোন সমস্যা হবে না। 

বিনিয়োগ

অল্প টাকা বিনিয়োগ করে কিছুদিনের মধ্যেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে আপনাকে বিনিয়োগে উৎসাহিত করবে। সরল মনে আপনি আপনার সঞ্চয় নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। এভাবে যখন অনেকের কাছ থেকে অনেক টাকা পেয়ে যাবে একদিন সকালে তারা উদাও। বর্তমানে অনেক মোবাইল এ্যাপস রয়েছে যেখানে মাল্টি লেভেল মার্কেটিং বা অন্য কোন পদ্ধতিতে আপনার থেকে প্রাথমিক কিছু বিনিয়োগ নিয়ে আপনার ব্যবসার সফলতা শো করবে। এক সময় তারা ধরা ছোয়ার বাইরে থেকেই লাপাত্তা হয়ে যাবে। 

ঘরে বসেই লাখপতি হোন

রাস্তা ঘাটের ইলেকট্রিক খাম্বায়, অলি গলির দেয়ালে এসব পোষ্টার হয়তো দেখে থাকবেন। খুব সহজেই ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই লাখপতি হোন।  এই কাজ করে, সেই কাজ করে প্রতিদিন এতো হাজার থেকে এতো হাজার টাকা কামাতে চান? তাহলে আজই যোগাযোগ করুন। যোগাযোগ করে তো কিছু টাকা দিয়ে ওদের কোর্সে ভর্তি হলেন তো ধরা খেলেন। মনে রাখবেন- চুরি ছাড়া কোন ভাবেই টাকা কামানোর সহজ কোন রাস্তা নেই। কাজে দক্ষ হোন, অর্থ এমনিই আসবে।

ই-কমার্স

বর্তমান সময়ে আর একটি সহজ পদ্ধতি হলো ই-কমার্স এর মাধ্যমে প্রতারণা। ফেসবুক পেজ বা ওয়েবসাইটে  প্রোডাক্টের অর্ডার করলেন।  তাদের হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি থাকবেনা। এডভান্স পেমেন্ট দিয়ে অথবা কুরিয়ার সার্ভিস থেকে পেমেন্ট দিয়ে প্রোডাক্ট নিয়ে বাসায় আসতে হবে। বাসায় এসে দেখলেন অন্যকিছু। পুরাই ধরা। অনলাইনে ওদের সাথে যোগাযোগ করবেন? আপনি হয়তো এরই মধ্যে ব্লকড। নো ওয়ে।  এ রকম প্রতারণার বিস্তারিত এই পোস্ট থেকে জানতে পারবেন। এবং জানতে পারবেন নিরাপদ শপিং টিপস।

জ্বিনের বাদশা

জ্বিনের বাদশা’র নাম কম-বেশী সবাই শুনে থাকবেন। মধ্যরাতে হঠাৎ অপরিচিত নাম্বার থেকে একটি ফোন আসলো। আধ্যাত্বিক কথা বার্তার মাধ্যমে অলৌখিক ধাতুর মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান এবং মনের সকল ইচ্ছা পূরণের শ্রুতিমধুর প্রতিশ্রুিতিতে আপনি সহজ সরল মনে তাঁর কথা বিশ্বাস করতে শুরু করলেন তো ধরা খেলেন। পত্রিকায়  এ সব বিষয়ে আমরা অনেকের ধরা খাওয়ার অভিজ্ঞতা পড়েছি। সাধারণত গ্রামের মহিলারা যারা জ্বিন- কবিরাজে বিশ্বাস করে তারা এসবের লোভে পড়ে সর্বস্বান্ত হয়। 

আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনার ই-মেইল, ফেসবুক বা হোয়াটসআপ নাম্বারে লিংক পাঠাবে। সহজ সরল মনে আপনি ওদের পাঠানো লিংকে ক্লিক করলে অনেক কিছুই হতে পারে। আপনার ফেসবুক একাউন্টের নিয়ন্ত্রণসহ আপনার কম্পিউটার বা নেটওয়ার্কে ঢুকে যাবে। যার খেসারত অনেক ভয়ংকর হতে পারে। তাই এ সমস্ত লিংকে কখনো ক্লিক করবেন না।

এ সমস্ত প্রতারণা সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন। প্রতারণার আরোও অন্যান্য ফাঁদ সম্পর্কে জানা থাকলে কমেন্টে জানান। অন্যদেরও সচেতন হওয়ার সুযোগ হবে। ধন্যবাদ। 

Leave a Reply