Start freelancing
Start freelancing

ফ্রিল্যান্সিংশুরুরও শুরুর কথা

অনেকের কাছে ফ্রিল্যান্সিং মানে স্রেফ বাসায় বসে বসে অনলাইনে কাজ করে ডলার কামানো। আসলে ব্যাপারটি তাই-ই। যদিও কথাটা যত সহজে বলা যায় ব্যাপারটিকে হ্যাপেনিং করা এতোটা সহজ নয়। আজকে আমরা ফ্রিল্যান্সিং শুরুরও শুরুর দিকের বিষয়াদি নিয়ে আলোকপাত করব। ওয়েট, আচ্ছা আপনার কী মনে হচ্ছে এতো কষ্ট করে আর্টিকেল পড়ার দরকার কী, ফ্রিল্যান্সিং নিয়ে অনলাইনে কতো-শতো ভিডিও আছে ওগুলো দেখলেই তো হয়। ওয়েল, আপনি লীভ করতে পারেন। সম্ভবত ফ্রিল্যান্সিংটা আপনার জন্য নয় কেননা ফ্রিল্যান্সিং করার জন্য প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করতে প্রতিনিয়ত আপনাকে অনেক কিছুই শিখতে হবে যা সবসময় ভিডিও থেকে পাবেন না। আর মার্কেটপ্লেস-এ একজন ক্লায়েন্ট কি কাজের জন্য আপনাকে হায়ার করবে সেটা কষ্ট করে পড়েই বুঝতে হবে। যাহোক, যারা ফ্রিল্যান্সিং জগতে পদাচরণ করার সুপ্ত ইচ্ছা অনেকদিন ধরেই লালন পালন করে আসছেন, তাদের জন্যে এই পোস্টটি একটু হলেও কাজে আসবে আশা করা যায়। চলুন শুরু করা যাক তাহলে!

নিজেকে জানুন

সক্রেটিস এর Know Thyself বাণীটি আমাদের অনেকের প্রিয় একটি বাণী। অনেকের ধারনা হতে পারে ফ্রিল্যান্সিং শুরুর করার সাথে নিজেকে জানার সম্পর্ক কী? আসলে খুব গভীর সম্পর্ক রয়েছে। ফ্রিল্যান্সিং শুরু করার পরিকল্পনা করলে নিজেকে নিয়ে একটু ‍সেলফ এনালাইসিস করে নেয়া প্রয়োজন। যেমন ধরুন- কম্পিউটারে কাজের ক্ষেত্রে আপনার প্যাসন কতটুক? সারাটাদিন হয়তো ঘুরাঘুরি বা কাজ করেছেন, পরে রাতের বেলায় কম্পিউটারে কিছু করতে বা শিখতে উম্মুখ হয়ে থাকেন? কম্পিউটারে কিছু করতে কী আপনার টায়ার্ডনেস চলে যায়? আপনি যখন বাহিরে থাকেন তখন কী আপনি আপনার কম্পিউটার বা কিছু শিখার সুযোগটাকে মিস করেন? এভাবে নিজেকে নিয়ে একটু ‍সেলফ এনালাইসিস করে নেয়া প্রয়োজন। কেননা একজন ফ্রিল্যান্সারদের লাইফ স্টাইল সচরাচর দৈনন্দিন জীবন থেকে কিছুটা আলাদা তবে সেটা প্রথমদিকে অবশ্যই কষ্টের।

ছোট্ট একটা কুইজ হয়ে যাক- ধরুন আপনাকে এক দিনের জন্য একটি ল্যাপটপ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগসহ দেয়া হলো যা আপনার আগে ছিল না- আপনি তখন কোন জিনিসটায় সময় ব্যয় করতে বেশী সাচ্ছন্দ বোধ করবেন-

  • সোস্যাল মিডিয়ায়?
  • এলোমেলো ওয়েব ব্রাউজিং?
  • মুভি ডাউনলোড?
  • নতুন কিছু শিখার টিউটোরিয়াল দেখা/পড়া বা ডাউনলোড?

মোটা দাগের এই সমস্ত অপশন থেকে আপনার ‍উত্তর শেষেরটি বাদে অন্য যে কোন টি হয়- বুঝতে হবে এখনও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে প্রস্তুত নন।

ধৈর্যশীলতা

ধৈর্যশীলতা এমন গুন যা অনেকেই জন্মগতভাবেই পেয়ে থাকে আবার অনেককে অর্জন করতে হয়। আপনি কী নিজেকে ধৈর্যশীল মনে করেন? লেগে থাকা যেটাকে বুঝায়। এখানে কাড়ি কাড়ি ডলার কামানোর সর্ট-কাট রাস্তা নেই। যদিও চটকদার বিজ্ঞাপন দেখে আপনার এরকম মনে হওয়া খুবই স্বাভাবিক। আপনাকে কষ্ট করে লেগে থাকতে হবে। সেই ব্যাপারটি আপনের মধ্যে থেকে থাকলে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য স্কিল ডেভেলপ করা শুরু করতে পারেন।

লাইফস্টাইল মেটারস

আপনি যদি আপনার লাইফস্টাইল নিয়ে সন্তুষ্ট থাকেন সম্ভবত আপনি ফ্রিল্যান্সিং এর রাস্তায় নিজেকে মানিয়ে নিতে পারবেন না। কেননা রাস্তাটা দূর থেকে যতটা মসৃণ চিন্তা করা যায়- বাস্তবে ততোটা নয়। অপরপক্ষে আপনার কী একটা ইনকাম সোর্স খুবই প্রয়োজন সেটা নিজের বা নিজের পরিবার এর জন্য এবং সেটা সৎ উপায়ে? তাহলে- ইউ ক্যান গিভ ইট এ ট্রাই উইথ ইউর বেস্ট স্কিল।

যোগাযোগের দক্ষতা

যেহেতু এটা রিমোট জব এবং অধিকাংশ ক্ষেত্রে দেশের বাইরের ক্লায়েন্টদের কাজ করতে হয় সেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থ্যাৎ ইংরেজীতে একটু হলেও দক্ষতা থাকতে হবে। যেই দক্ষতাটাকে আমরা কমিউনিকেশন লেভেল এর দক্ষতা বলতে পারি। যেখানে একজন ক্লায়েন্ট কি কাজের জন্য একজন ফ্রিল্যান্সার হায়ার করতে চাচ্ছে সেটা আপনাকে পড়ে বুঝতে হবে, আর আপনি কাজটি কিভাবে করবেন সেটা ক্লায়েন্ট কে জানানো বা কোন কিছু জানার থাকলে সেটা ক্লায়েন্ট কে প্রশ্ন করে জেনে নেয়ার বিষয়টি সামলাতে হবে। আপাততো এটুকু দক্ষতা থাকলেই – ইউ ক্যান গিভ ইট এ ট্রাই উইথ ইউর বেস্ট স্কিল।

কাজের দক্ষতা

এইবার আসা যাক কাজের দক্ষতায়। আসলে দক্ষতা একটি আপেক্ষিক এবং ধারাবাহিক ব্যাপার। আপনি যত কাজ করবেন তত বেশী দক্ষতা অর্জন করবেন। যেটাকে আমরা এক্সপেরিয়েন্স বলি। সেটা হতে পারে প্রোফেশাল কাজের এক্সপেরিয়েন্স অথবা শিখার এক্সপেরিয়েন্স। আপনাকে ’মাস্টার অব অল ট্রেডস’ হওয়ার দরকার নাই। সবকাজ ‍যদি আপনিই করেন তাহলে অন্যরা কী করবে? যে কাজটায় আপনার ভালো লাগা জড়িত সে কাজটায় আপনি যদি দক্ষতা বা পারদর্শীতা অর্জন করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং শুরু করতে আপনি অনেকটাই এগিয়ে থাকলেন। অ।

উপসংহার

আজকের পোস্টে ফ্রিল্যান্সিং শুরুরও শুরুর দিকের বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে হয়তো ফিল্ড সিলেকশন, মার্কেটপ্লেস, একাউন্ট খোলা, জব এপ্লাই ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করা হতে পারে। কোন কিছু জানার থাকলে কমেন্ট বা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

This Post Has One Comment

  1. Atikuz Zamman Chowdhury Atik

    Nicely, would like to say perfectly described the full package of task.

    By complete the article, feel somethings know newly. Appreciated.

Leave a Reply