Share this post:

বাখরারাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) পেট্রোবাংলার একটি কোম্পানি যা বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর ও টিজিটিসিএল-এর নিয়ন্ত্রণাধীন সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে।
বাখরারাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গ্রাহক সেবা সহজীকরনের অংশ হিসেবে ইতোমধ্যে অনলাইন বিলিং সিস্টেম প্রবর্তন করেছে। গ্রাহক নিজের সুবিধামতো ব্যাংক এবং মাধ্যমে অনলাইনে বিল পরিশোধ করতে পারছে।
অনলাইনে বিল পরিশোধ পদ্ধতি
সাধারণত দুইটি মাধ্যমে বিজিডিসিএল গ্রাহকদের গ্যাস বিল অনলাইনে পরিশোধ করা যায়।
- ওভার দ্যা কাউন্টার
- এমএফএস
ওভার দ্যা কাউন্টার- অনলাইনের ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধ
ওভার দ্যা কাউন্টার এর মাধ্যমে মিটার ভিত্তিক বা মিটারবিহীন যে কোন গ্রাহক নিকটবর্তী ব্যাংকে গিয়ে বিল পরিশোধ করতে পারে। বিজিডিসিএল এর সাথে সরকারি বেসরকারি ৩১ টি ব্যাংকের অনলাইন চুক্তি সম্পাদন হয়েছে। ফলে গ্রাহক তার নিকটবর্তী কোন না কোন ব্যাংক পাবে যার মাধ্যমে সে অনলাইনে বিল পরিশোধ করতে পারবে। নিচে ব্যাংকসমূহের তালিকা দেয়া হলো:
যে সকল ব্যাংকে বিল প্রদান করা যাবে |
|
---|---|
ক্রমিক নং | ব্যাংকের নাম |
০১. | অগ্রণী ব্যাংক লিমিটেড |
০২. | ব্যাংক এশিয়া লিমিটেড |
০৩. | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড |
০৪. | মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড |
০৫. | ন্যাশনাল ব্যাংক লিমিটেড |
০৬. | সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড |
০৭. | সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড |
০৮. | বেসিক ব্যাংক লিমিটেড |
০৯. | সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড |
১০. | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড |
১১. | মধুমতি ব্যাংক লিমিটেড |
১২. | ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড |
১৩. | আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড |
১৪. | শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড |
১৫. | ওয়ান ব্যাংক লিমিটেড |
১৬. | জনতা ব্যাংক লিমিটেড |
১৭. | উত্তরা ব্যাংক লিমিটেড |
১৮. | পূবালী ব্যাংক লিমিটেড |
১৯. | এক্সিম ব্যাংক লিমিটেড |
২০. | এনআরবি ব্যাংক |
২১. | মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড |
২২. | এনসিসি ব্যাংক লিমিটেড |
২৩. | ঢাকা ব্যাংক লিমিটেড |
২৪. | এবি ব্যাংক লিমিটেড |
২৫. | স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড |
২৬. | যমুনা ব্যাংক লিমিটেড |
২৭. | বাংলাদেশ কৃষি ব্যাংক |
২৮. | এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড |
২৯. | রূপালি ব্যাংক লিমিটেড |
৩০. | বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড |
৩১. | ট্রাস্ট ব্যাংক লিমিটেড |
এমএফএস- মোবাইলের মাধ্যমে বিল পরিশোধ
বর্তমানে যে সমস্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে সে সমস্ত সার্ভিসের মাধ্যমে আবাসিক গ্রাহকদের বিল ঘরে বসেই পরিশোধ করা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট এমএফএস এর মোবাইল অ্যাপস-্বিল পেমেন্ট অপশনে গিয়ে বিজিডিসিএল সিলেক্ট করে বিল পরিশোধ করা যাবে। তাছাড়াও USSD কোড ডায়ালের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।
যে সকল মোবাইল এপ্স এর মাধ্যমে বিল প্রদান করা যাবে |
|
---|---|
ক্রমিক নং | মোবাইল এপ্স এর নাম |
০১. | রকেট |
০২. | গ্রামীনফোন (জিপে) |
০৩. | একপে |
০৪. | নগদ |
০৫. | উপায় |
০৬. | ট্যাপ |
অনলাইনে বিল পরিশোধের শর্ত
অনলাইনে বিল পরিশোধের জন্য প্রথমে গ্রাহককে নিবন্ধন করার প্রয়োজন হবে। অনলাইন নিবন্ধন সম্পন্ন হলে গ্রাহককে নতুন একটি কাস্টমার আইডি প্রদান করা হবে। উক্ত কাস্টমার আইডি এবং নিবন্ধনের সময় প্রদত্ত মোবাইল নাম্বার দিয়ে গ্রাহককে অনলাইনে বিল পরিশোধ করতে হবে।
অনলাইনে বিলের স্ট্যাটাস চেক
বিজিডিসিএল এর গ্রাহকদের জন্য তৈরীকৃত গ্রাহক পোর্টালের মাধ্যমে বিলের তথ্যাদি জানা যায়। বকেয়া বিলের তথ্যাদি জানার পাশাপাশি পরিশোধিত বিলের হিস্টোরি জানা যায়।
সময়মতো বিল পরিশোধ করলে সারচার্জ থেকে রেহাই পাওয়া যায়।