বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস এবং পেট্রোলিয়াম জাত পণ্যের আমদানী, উৎপাদন, ব্যবহার, মজুদকরণ ইত্যাদি কাজের একমাত্র লাইসেন্স প্রদানকারি প্রতিষ্ঠান। তাছাড়াও গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ইত্যাদির ট্যারিফ নির্ধারণ করে। তাছাড়াও ভোক্তাদের সাথে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের উত্থাপিত অভিযোগ শুনানি এবং নিস্পত্তি করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন লাইসেন্স প্রদান, রিনিউ ইত্যাদি কাজ সহজীকরণের জন্য অনলাইন বেজড ই-লাইসেন্সিং সিস্টেম ডেভেলপ করেছে। আজকের আলোচনায় এই ই-লাইসেন্সিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হলো।
ই-লাইসেন্স কী?
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন লাইসেন্স প্রদান কাজ সহজীকরণের উদ্দেশ্যে অনলাইনে আবেদন গ্রহণ, পেমেন্ট গ্রহণ এবং কিউ আর কোড যুক্ত লাইসেন্স প্রদান করার জন্য একটি ওয়েব ভিত্তিক অ্যাপ ডেভেলপ করে। প্রতিষ্ঠানসমূহ আগে যেখানে অফিসে গিয়ে লাইসেন্স এর আবেদন করে প্রয়োজনীয় পেপার সাবমিট করতে হতো এখন ই-লাইসেন্সিং সিস্টেমে বাসা থেকেই অনলাইনে আবেদন করতে পারছে।
ই-লাইসেন্স গাইডলাইন
ই-লাইসেন্সিং সিস্টেমে লাইসেন্স সংক্রান্ত সেবা গ্রহণের পদ্ধতি নিচে আলোচনা করা হলো।
নিবন্ধন করা
ই-লাইসেন্সিং সিস্টেমে যে কোন সেবা গ্রহণের জন্য প্রথমেই রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।
হোম পেজের রেজিস্টার বাটনে ক্লিক করে সাইনআপ করতে হবে। সাইন আপের জন্য নাম, ইমেইল, পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হবে। সাইন আপ করার সময় প্রদত্ত ই-মেইল ভেরিফাই করা হবে।
কোম্পানির তথ্যাদি প্রদান
সাইন আপের সময় প্রদত্ত ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার পর প্রথমে যে কাজটি করতে হবে তাহলো কোম্পানির তথ্যাদি দাখিল করা। কোম্পানির তথ্যাদি প্রদানের জন্য উপরের প্রোফাইল অপশনে যেতে হবে। সেখানে কোম্পানির নাম, ধরন, ঠিকানা, লগো ইত্যাদি ফিল্ড পূরণ করে সাবমিট করতে হবে।
লাইসেন্সের আবেদন
উপরের ডান পাশের ড্যাশবোর্ড অপশনে ক্লিক করুন। নিচের মতো একটি উইন্ডো আসবে-
পাওয়ার, গ্যাস এবং পেট্রোলিয়াম সংশ্লিষ্ট প্রয়োজনীয় লাইসেন্স পেতে ’এপ্লাই নাও’ বাটনে ক্লিক করে সামনে অগ্রসর হতে হবে।
পরবর্তী পেজে মূলত ০২ টি ট্যাব ওপেন হবে। একটি হচ্ছে Application Information এবং অন্যটি হচ্ছে Plan/Station Information. Application Information ট্যাবে আবার ৩ টি ট্যাব রয়েছে। বেসিক ইনফরমেশন ট্যাবে মূলত আবেদন কারীর তথ্য, কোম্পানির তথ্য, লাইসেন্সের তারিখ সংক্রান্ত তথ্যাদি পূরণ করতে হবে। পরের এ্যাটাচমেন্ট ট্যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট এর স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এবং সর্বশেষ পেমেন্ট ট্যাবে প্যামেন্ট সংক্রান্ত তথ্যাদি পূরণ করার প্রয়োজন হবে।
Plan/Station Information ট্যাবে প্রযোজ্য জেনারেটর/ ফ্যাক্টরি বা স্টেশন সংক্রান্ত তথ্যাদি প্রদান করতে হবে।
এ সমস্ত তথ্যাদি পূরণ করে সেভ বাটনে ক্লিক করে ড্রাফট আকারে সেভ করে রাখা যায়। সমস্ত তথ্যাদি পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন দাখিল করতে হবে।
লাইসেন্স প্রাপ্তি
সকল ইনফরমেশন প্রদান করে আবেদন দাখিল করার পর কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনের পর আবেদন কারীকে ই-মেইলে জানানো হয়। আবেদনকারী পরবর্তীতে অনলাইনে ড্যাশবোর্ড থেকে লাইসেন্স ডাউনলোড করতে পারবে।