০৭ টি বিজনেস আইডিয়া
০৭ টি বিজনেস আইডিয়া

০৭ টি ইনোভেটিভ বিজনেস আইডিয়া

আমাদের দেশের শিক্ষিত তরুণ সমাজে অনেকেই আছেন যারা সরকারি চাকুরির পিছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হতে চান। এই আর্টিকেলে যারা ব্যবসা করতে চান কিন্তু কী ধরণের ব্যবসা করবেন তাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে ইনোভেটিভ ০৭ টি বিজনেস আইডিয়া আলোকপাত করা হয়েছে। চলুন দেখে নিই বিস্তারিত।

০৭ টি ইনোভেটি বিজনেস আইডিয়া

লাইফ কোচ

 বর্তমান সমাজে মানুষ নানাবিধ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সমস্যায় জর্জরিত। এ সমস্ত সমস্যা থেকে উত্তোরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করতে পারে লাইফ কোচ।  ধরা যাক, দাম্পত্য জীবনের সমস্যা। যে হারে বিচেছদের পরিমান বাড়ছে তাতে একটি প্রজম্ম বেড়ে উঠছে চরম হতাশায়। অথচ সামান্য গাইড লাইন, কনসালটেন্সি বা সহযোগিতায় বিচ্ছেদের মতো ঘটনা এড়ানো যায়। এ বিষয়ে কোন প্রফেশনাল বডি না থাকায় মানুষ রাগের বশে ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সমস্যাসমূহ সমাধানে মানুষের আস্থার জায়গা না থাকায় এখানে একটি গ্যাপ থেকে যাচ্ছে। লাইফ কোচ এখানে হতে পারে আশার বাতিঘর।  যেখানে থাকবে মনোবিদ, ডাক্তার, আইনজীবীসহ সকল ধরনের বিশেষজ্ঞ। সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় সেবা প্রদান করবে। 

স্টার্টআপ গাইড

আপনার চারপাশে দেখবেন উদ্যোক্তার অভাব নেই।  চরম উৎসাহে শুরু করা কোম্পানিটি কয়েকদিন পরেই ঠিকে থাকতে পারে না। ইনভেস্টমেন্ট এর টাকাটা জলে যায় অনেক সময়। এখানে যেটি সমস্যা সেটি হলো সঠিক পরিকল্পনার অভাব। এ সমস্ত স্টার্টআপ কে প্রয়োজনীয় মার্কেট রিসার্চ, কম্পিটিটর এনালাইসিস, মার্কেটিং স্ট্রেটেজি ডেভেলপ, কস্ট এনালাইসিস ইত্যাদি কাজের মাধ্যমে সহযোগিতা প্রদানের জন্য দক্ষ একটি দল নিয়ে নিজেই একটি স্টার্ট আপ গড়ে তুলতে পারেন।

ক্লিনিং এবং লন্ড্রি সার্ভিসেস

অফিস, বাসা-বাড়ি, রাস্তাঘাট পরিস্কার করার জন্য একটি ক্লিনিং সার্ভিসেস প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। যদিও বর্তমানে বাংলাদেশে সবকিছু পরিস্কার রাখার সংস্কৃতি গড়ে ওঠেনি, তাই মার্কেটিং পলিসি হিসেবে জনসচেতনার বিষয়টি বিবেচনায় রাখা যেতে পারে। ক্লিনিং সার্ভিসেস এর পাশাপাশি অনলাইন লন্ড্রি সার্ভিস চালু করা যায়। বৃহৎ পরিসরে চিন্তা করলে অনলাইন লন্ড্রি সার্ভিস এর জন্য একটি অনলাইন প্লাটফর্ম ডেভেলপ করা যেতে পারে যেখানে লোকাল লন্ড্রি বা শালকর ব্যবসা প্রতিষ্ঠানসমূহ অনলাইন অর্ডার গ্রহণ করতে পারবে এবং সে অনুযায়ী মালামাল পিক-আপ এবং ডেলিভারি দিতে পারবে।  

স্পোর্টস এজেন্ট

খেলাধুলা সামাজিক কার্যকলাপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের উপস্থিতি আলাদা ভ্যালু এ্যাড করে। তাছাড়াও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে জাতীয় পর্যায়ের জনপ্রিয় খেলোয়াড়দের উপস্থিতি আলাদা প্রভাব বিস্তার করে। তাছাড়াও, দেশী-বিদেশী বিভিন্ন লীগ, ক্লাব বা দল বদলে প্লেয়ারদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির সংযোগ স্থাপন এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদানের জন্য স্পোর্টস এজেন্ট-দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমদিকেই হয়তো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের কানেকশন পাওয়া যাবে না, এক্ষেত্রে স্থানীয় এবং বিভিন্ন লীগের খেলোয়াড়দের নেটওয়ার্কিং ডেভেলপ করা যেতে পারে। স্পোর্টস এজেন্টের পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্ট  এর কাজ করা যেতে পারে। 

আসক্তি মোকাবিলা

আমাদের দেশে বর্তমান সামাজিক সমস্যাগুলোর মধ্যে মাদক, অনলাইন গেমিং, বেটিং ইত্যাদি উল্লেখযোগ্য। এ সমস্ত আসক্তি সংক্রান্ত সমস্যাসমূহ মূলত তরুণ-তরুণীদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। এগুলো থেকে পরিত্রানের জন্য পুনর্বাসন কেন্দ্র থাকলেও সামাজিক অবস্থা বিবেচনায় সেখানে অনেকে যেতে চায় না। এ সমস্ত আসক্তি থেকে পরিত্রাণের জন্য বিজ্ঞানসম্মত অনেক উপায় আছে। এই উপায়গুলি একটু রিসার্চ করে বাস্তবসম্মত সমাধান ডেভেলপ করে একটি প্পাটফর্ম দাঁড় করাতে পারেন। অনেক সময় অনলাইনেও এ সমস্ত কোর্স কাজে দিতে পারে। 

এআই সার্ভিস

বলা হয় বর্তমান যুগ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এই এআই এর যুগে আপনার চাকুরি থাকবে বা থাকবে না- এই বিতর্ক চলতে থাকুক। তবে এই এআই কে কাজে লাগিয়ে মানুষের জীবন যাত্রা সহজ করার জন্য বিভিন্ন সার্ভিস ডেভেলপ করতে পারেন। যেমন ধরুন- আপনার একটি  বিজনেস আছে। সেই বিজনেস এর একটি নির্দিষ্ট ওয়ার্কফ্লো আছে। যেটাকে বিজনেস প্রসেস বলা হয়। এই বিজনেসটি চালাতে গিয়ে যে সমস্ত কাজ গুলি বার বার করতে হয় সেগুলি এআই দিয়ে অটোমেট করা যেতে পারে। তাছাড়াও ইমেইল, রিপোর্টিং ইত্যাদি কাজে এআই এর ব্যবহার প্রোডাক্টিবিটি বাড়াবে। কাস্টমার সার্ভিস হিসেবে বিজনেস মডেল ভিত্তিক চ্যাটবট ডেভেলপ করতে পারেন। 

হেলথ হেলপার

বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা খাতের অবস্থা খুবই নাজুক। এই খাতে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মানুষকে সেবা প্রদান  সহজীকরণের বিষয়টি এখনো উম্মুক্ত আছে। তাই এই খাতে বিনিয়োগের মাধ্যমে লাভজনক বিজনেস ডেভেলপ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের নাগরিকদের রোগের এবং চিকিৎসার কোন হিস্টরিক্যাল ডাটাবেজ নেই। তাই পরবর্তী কোন চিকিৎসার জন্য পুনরায় রোগীর থেকে হিস্টরি নেয়ার প্রয়োজন হয় এবং পূর্ববর্তী চিকিৎসার একটি পরিস্কার ধারণা পাওয়া যায় না। অনলাইনে পূর্বের হিস্টরিক্যাল তথ্যাদি পাওয়া গেলে বর্তমান চিকিৎসা সহজতর হতো। তাছাড়াও, অনলাইন ডক্টর ভিজিট, অনলাইন এপয়েন্টমেন্ট, প্যাথলোজিক্যাল টেস্টিং তথ্যাদি সংরক্ষণ, অনলাইন নার্স বুকিং ইত্যাদি সার্ভিস প্রদান সম্পর্কিত বিজনেস লাভজনক হতে পারে।

উপসংহার

এই আর্টিকেলে মূলত বিজনেসসমূহের মূল বিষয়ের একটি ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। বিজনেস প্রসেস ডেভেলপ করার প্রয়োজন হবে। তাছাড়াও  প্রতিটি ধারণার রিলেটেড সার্ভিস আছে যা বাস্তবায়ন করা যেতে পারে।  শুভ কামনা- সবার জন্য। 

Leave a Reply