ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম- বৈঠক
ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম- বৈঠক

বাংলাদেশী ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম- বৈঠক

২০২০ সালে কোভিডকালে যখন সরকারি দপ্তরের কার্যক্রম স্থবির হয়ে আসছিলো তখন সকল দাপ্তরিক কার্যক্রম বাসা থেকে ই-নথির মাধ্যমে অনলাইনে করার গুরুত্বারোপ করা  হয়। অনলাইনে দাপ্তরিক কার্যক্রম অনলাইনে করার পাশাপাশি মিটিং সমূহও যাতে করে অনলাইনে করা যায় সে জন্য সাইবার নিরাপত্তার এক সভায় ‘বৈঠক’ অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়।  এটি একটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। বর্তমানে বিশ্বব্যাপি জুম এবং গুগল মীটস ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে খুবই জনপ্রিয়। 

ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম - বৈঠক এর ব্যবহার

ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম -বৈঠক অ্যাপটি এতোদিন শুধুমাত্র সরকারি কার্যক্রমে ব্যবহৃত হতো। সম্প্রতি অ্যাপটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। অ্যাপটিকে সর্বসাধারণের ব্যবহার উপযোগী করে প্রকাশ করেছে প্রস্তুতকারী সংস্থা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বিজিডি ই-গভ সার্ট।  ওয়েববেজড এর পাশাপাশি এন্ড্রয়েড, আইওস অ্যাপও ডেভেলপ করা হয়েছে।

সাবস্ক্রিপশন ফি

সম্প্রতি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম -বৈঠক অ্যাপটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলেও এটি ফ্রি নয়। একজন ব্যক্তি ৫০ টাকা দিয়ে এক দিন বা ২৪ ঘণ্টা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।  যতদিন প্রয়োজন ততো দিনের জন্য সাবস্ক্রাইব করা যায়। এরকম ফ্ল্যক্সিবল প্ল্যানের মাধ্যমে কম খরচে নির্ভেজালভাবে যে কোনো সভা, ক্লাস, সেমিনার, ওয়েবিনার ইত্যাদি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারবেন।

সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম -বৈঠক অ্যাপের ফিচারসমূহ

আন্তর্জাতিক মানের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মতো রেকর্ডিং, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং, স্যোশাল মিডিয়া স্ট্রিমিং, ওয়েটিং লবি ফিচারসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার রয়েছে এই অ্যাপে।  তাছাড়াও আরেকটি দারুণ ফিচার হচ্ছে বাংলায় ‘বিল্ট-ইন’ স্পিচ-টু-টেক্সট ফিচার। এই ফিচার এর মাধ্যমে একজন  যা বলছেন সেটা স্বয়ংক্রিয়ভাবে বাংলায় টেক্সট হয়ে যাবে যা লানিং বা ক্লাসের জন্য খুবই উপযোগী ফিচার।

ব্যবহার সহায়িকা প্রয়োজন? এখানে ক্লিক করুন। 

উপসংহার

আন্তর্জাতিক মানের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মতো তৈরীকৃত নিজ দেশের বৈঠক অ্যাপ ডিজিটালাইজেশন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচেছ। 

Leave a Reply