You are currently viewing এসএমএস এর মাধ্যমে জেনে নিন আপনার এনআইডি দিয়ে কতগুলো মোবাইল সিম নিবন্ধন করা হয়েছে
SIM Registration with NID

এসএমএস এর মাধ্যমে জেনে নিন আপনার এনআইডি দিয়ে কতগুলো মোবাইল সিম নিবন্ধন করা হয়েছে

আমরা বর্তমানে আমাদের মোবাইলে যে সমস্ত মোবাইল সীম ব্যবহার করছি অবশ্যই তা নিবন্ধিত। আমাদের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে মোবাইল নাম্বার  নিবন্ধন করা হয়। নিবন্ধন ছাড়া মোবাইল নাম্বার ব্যবহার করা যায় না। 

 আপনি আপনার এনআইডি থেকে কতকগুলো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে চান? তাহলে নিচের প্রসেস ফলো করুন এবং জেনে নিন খুব সহজেই আপনার এনআইডি দিয়ে কতগুলো মোবাইল সীম রেজিস্ট্রেশন করা হয়েছে।

যে কোন অপারেটর হতে নিবন্ধিত মোবাইল সীম সংক্রান্ত তথ্য জানার পদ্ধতি

  • আপনার যে কোন অপারেটরের মোবাইল ফোন হতে  *১৬০০১# ডায়াল করুন। 
  • আপনার এনআইডি এর শেষ ৪ ডিজিট ইনপুট দিয়ে সেন্ড করুন।
  •  চেক ইনবক্স। ফিরতি এসএমএস-এ আপনার এনআইডি দিয়ে কতগুলো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলো কিছুটা মাস্কিং করে প্রেরণ করা হবে।

 

 

 

এভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল হতে USSD কোডের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল সীম সংক্রান্ত তথ্যাদি জান তে পারবেন। ভিডিও থেকেও আপনি পদ্ধতিটি সম্পর্কে জানতে পারবেন। 

Leave a Reply