বিআরটিএ সার্ভিস পোর্টাল

বিআরটিএ সার্ভিস পোর্টাল

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী বাংলাদেশের যানবাহন গুলোকে ট্যাক্স টোকেন, ফিটনেস, রোড পারমিট ইত্যাদি সংশ্লিষ্ট বিআরটিএ অফিস হতে সংগ্রহ করতে হয়। নির্ধারিত সময় শেষে এগুলো আবার নবায়ন করার প্রয়োজন হয়। তাছাড়াও গাড়ির মালিক এবং ড্রাইভারদের লাইসেন্স গ্রহণ এবং নবায়ন করার প্রয়োজন হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ  এ সমস্ত সেবা প্রদান করে থাকে। আর এ সমস্ত সেবা সহজীকরণের জন্য বিআরটিএ সার্ভিস পোর্টাল ডেভেলপ করা হয়েছে।  

বিআরটিএ সার্ভিস পোর্টাল কাদের জন্য উপকারী?

বিআরটিএ সার্ভিস পোর্টাল এর মাধ্যমে নানাবিধ অনলাইন সেবা প্রদান করা হয়। উক্ত  সার্ভিস পোর্টাল এর মাধ্যমে সাধারণত ড্রাইভার, গাড়ির মালিক, গাড়ির বিক্রেতারা সুবিধা গ্রহণ করতে পারে। অনলাইনে সেবা গ্রহণ করার জন্য উক্ত সার্ভিস পোর্টালে নিবন্ধন করার প্রয়োজন হবে। 

যে সব সুবিধা পাওয়া যাবে

বিআরটিএ সার্ভিস পোর্টালে নিবন্ধনের মাধ্যমে যে সব সুবিধা পাওয়া যাবে তা নিম্নে দেয়া হলো –

  • শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স
  • স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স
  • ড্রাইভিং লাইসেন্স নবায়ন
  • ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স
  • ফিটনেস সিডিউল সংগ্রহ

তাছাড়াও বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় ফি অনলাইনে প্রদান করা যায়।

উপসংহার

বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম যেখানে গাড়ি, গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার  সংশ্লিষ্ট বিভিন্ন সেবার জন্য অনলাইনে আবেদন গ্রহণ,  অনলাইনে ফি প্রদান ইত্যাদি সেবা প্রদান করা হয়।

Leave a Reply