You are currently viewing অনলাইনে খতিয়ান যাচাই -২০২১

অনলাইনে খতিয়ান যাচাই -২০২১

ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে দৃশ্যমান অগ্রগতির একটি উল্লেখ যোগ্য উদাহরণ হলো ভূমি মন্ত্রণালয়। জমিজমা সংক্রান্ত যে কোন সেবা নেয়ার জন্য একটা সময় মাসের পর মাস সময় লাগতো। অতিরিক্ত সময়ের পাশাপাশি দালাল এবং কতিপয় কর্মকর্তা/কর্ম চারির অসহযোগিতা অথবা দূর্নীতির কারনে ভূমি অফিস একটি আতংকের অফিসে পরিণত হয়েছিল। বর্তমানে ভূমি অফিসের অনেক সেবা ডিজিটালাইজড হয়ে যাওয়াই গ্রাহক হয়রানি অনেকাংশে লাঘব হয়েছে। আজকে আমরা দেখব কিভাবে আমরা অনলাইনে ভূমির খতিয়ান যাচাই করতে পারি।

খতিয়ান যাচাই কেন প্রয়োজন

জমিজামা ক্রয়-বিক্রয়ে খতিয়ান যাচাই একটি গুরুত্বপূর্ন বিষয়। তাছাড়াও সরকারি অনেক সেবা গ্রহণে সাপোর্টিং পেপার হিসেবে ভূমির খতিয়ান দাখিল করতে হয়। দাখিলকৃত খতিয়ানটি সঠিক আছে কি না তা আগে যাচাই করা সম্ভব হতো না। তাই অনেক সুযোগ সন্ধানি লোক এই সুযোগ কাজে লাগিয়ে জাল খতিয়ান দাখিল করে সংশ্লিষ্ট সেবাটি পেয়ে যেত বা পাওয়ার চেষ্টা করতো। সেবা প্রদানে স্বচছতা বজায় রাখার জন্য দাখিলকৃত খতিয়ান জাল না সঠিক আছে তা জানার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়াও জমি ক্রয়-বিক্রয়ে খতিয়ান যাচাই একটি গুরুত্বপূর্ন বিষয়।

অনলাইনে ফ্রি খতিয়ান যাচাই পদ্ধতি

অনলাইনে ফ্রি খতিয়ান যাচাই করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত অনলাইন সার্ভিস ব্যবহার করে আমরা সহজেই খতিয়ান যাচাই করতে পারি। আর এটি একদম ফ্রি। অনলাইনে খতিয়ান যাচাই করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

অনলাইনে খতিয়ান যাচাই

চারটি প্যারামিটার এর উপর ভিত্তি করে অনলাইনে খতিয়ান চেক করা যায়- সেগুলি হলো:

  • খতিয়ান নম্বর
  • দাগ নম্বর
  • মালিকের নাম
  • পিতা/স্বামীর নাম

অনলাইনে আমরা নিম্নলিখিত ধরনের খতিয়ান যাচাই করতে পারি:

  • বি.এস
  • আর এস
  • সিএস
  • সিআরএস
  • এসএ
  • পেটি
  • দিয়ারা

উল্লেখ্য, অনলাইনে নামজারি খতিয়ান যাচাই করার বিষয়টি এখনও অন্তর্ভূক্ত হয়নি।

অনলাইনে খতিয়ান যাচাই করতে প্রথমে বিভাগ তারপর জেলা, তারপর খতিয়ানের ধরন, তারপর উপজলা এবং মৌজা সিলেক্ট করতে হবে। পরবর্তীতে খতিয়ান বা দাগ নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করে অনুসন্ধান করুন।

Khatian check

আপনার প্রদত্ত তথ্যাদি যদি সঠিক থাকে বা এর আলোকে কোন খতিয়ান থেকে থাকে তাহলে সংশ্লিষ্ট খতিয়ানের তথ্যাদি নিচে প্রদর্শিত হবে।

Leave a Reply