শিল্প প্রতিষ্ঠানে প্রোডাকশনের কাজে প্রয়োজনীয় স্টীম (বাষ্প চাপ) তৈরীর জন্য বয়লার ব্যবহার করতে হয়। বাংলাদেশের কোন শিল্প প্রতিষ্ঠানে বয়লার ব্যবহার করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়। বয়লার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হয়। প্রদত্ত লাইসেন্সের একটি মেয়াদ থাকে। উক্ত মেয়াদ শেষে লাইসেন্সটি পুনরায় রিনিউ করতে হয়।
কেন লাইসেন্স যাচাই করা প্রয়োজন?
শিল্প প্রতিষ্ঠানে বয়লার দূর্ঘটনার ঝুঁকি হ্রাস, বয়লার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত বয়লার নির্মাণ, বয়লার পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বয়লার লাইসেন্স প্রদান করে থাকে। সরকারি বিভিন্ন প্রতিষ্টান শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে কল কারখানা ভিজিট করে থাকে। এক্ষেত্রে পরিদর্শক কর্তৃক বয়লারটির প্রকৃত হালনাগাদ লাইসেন্স রয়েছে কী না তা যাচাই করার প্রয়োজন হয়। তাছাড়াও শিল্প প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ নিজেদের প্রয়োজনে বয়লার লাইসেন্স যাচাই করার প্রয়োজন হতে পারে।
কীভাবে অনলাইনে লাইসেন্স যাচাই করা যায়?
অনলাইনে বয়লারের লাইসেন্স যাচাই করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
ওয়েবসাইটে প্রবেশের পর নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার বয়লার নিবন্ধন নাম্বার দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত ফলাফল দেখতে পারবেন।

নিবন্ধন নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তবে নিচের ইমেজের মতো ফলাফল দেখতে পাবেন। এখান থেকে মেয়াদ উত্তীর্ণ এর তারিখের পাশাপাশি বয়লারটি কোন প্রতিষ্ঠানের জন্য নিবন্ধিত সেটিও জানতে পারবেন।
