Download Billing Certificate from KGDCL Website
KGDCL Billing Certificate

কেজিডিসিএল এর গ্যাস বিল প্রত্যয়ন পত্র ডাউনলোড

কেজিডিসিএল এর গ্রাহকগণ এখন খুব সহজেই অনলাইনে গ্যাস বিল প্রদানের প্রত্যয়ন পত্র ডাউনলোড করতে পারবে। পূর্বে এ সমস্ত প্রত্যয়নপত্র ম্যানুয়ালি তৈরী করে ডাকযোগে প্রেরণ করা হতো। তো চলুন দেখে নিই গ্রাহক নিজেই কীভাবে নিজের প্রত্যয়নপত্র অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে।

প্রত্যয়নপত্র ডাউনলোড করার পদ্ধতি

অনলাইনে প্রত্যয়ন পত্র ডাউনলোড করতে নিম্নোক্ত পদ্ধতি অনুসরন করুন।

প্রত্যয়নপত্র ডাউনলোডের ওয়েবসাইটে লগইন/সাইনআপ

গ্যাস বিল প্রদানের প্রত্যয়ন পত্র ডাউনলোড করার ওয়েবসাইটে প্রবেশের জন্য নিচের লিংকে ক্লিক করুন।

উক্ত ওয়েবসাইটে ইতোমধ্যে আপনার একটি একাউন্ট তৈরী করা না হয়ে থাকলে প্রথমে একটি একাউন্ট তেরী করতে হবে। একাউন্ট তেরীর জন্য গ্রাহক সংকেত এবং মোবাইল নাম্বার দিতে হবে। এখানে উল্লেখ্য যে, এখানে ‍শুধুমাত্র অনলাইন গ্রাহকগণ সাইন আপ করতে পারবে। অর্থ্যাৎ অনলাইন নিবন্ধন শেষে অফিস থেকে যে একটি অনলাইন কার্ড প্রদান করা হয়েছে সেই অনলাইন কার্ড অনুযায়ী গ্রাহক সংকেত এবং মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ সম্পন্ন করতে হবে। 

Login to KGDCL billing portal
Sign-up to KGDCL billing portal

প্রত্যয়নপত্র ডাউনলোড

লগইন করার পর বাম পাশের মেনু থেকে কাস্টমার সার্টিফিকেট -এ ক্লিক করুন। এখন একটি ডাউনলোড বাটন শো হবে। ডাউনলোড বাটনে ক্লিক করে প্রত্যয়নপত্র টি কিউআর কোড সম্বলিত পিডিএফ আকারে ডাউনলোড হবে। বিস্তারিত ভিডিওতে দেখুন।

Leave a Reply