Share this post:
বর্তমানে প্রতিটি সরকারি দপ্তর/প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেটি হতে পারে জাতীয় তথ্য বাতায়নের আওতায় অথবা আলাদা কোন হোস্টিং সার্ভারে। ডিজিটালাইজেশন এর একটি প্রাথমিক ধাপ হচ্ছে একটি ইনফরমেটিভ ওয়েবসাইট তৈরি করা । আর যে সমস্ত দপ্তরের সেবার সাথে জন সাধারণের সরাসরি সম্পৃক্ততা রয়েছে সে সমস্ত দপ্তর বা অফিসের জন্য একটি ওয়েবসাইট সেবা প্রদানের সহায়ক হিসেবে আরোও বেশী গুরুত্ববহন করে। যেমন ইউটিলিটিস সার্ভিস সম্পর্কীত অফিস যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি অফিস এর ওয়েবসাইট। আজকে আমরা দেখব বৃহত্তর চট্টগ্রামে প্রাকৃতিক গ্যাস সরবরাহে নিয়োজিত কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর কাস্টমার পোর্টালের মাধ্যমে একজন গ্রাহক কিভাবে তার গ্যাস বিল প্রদান এবং গ্যাস বিল প্রদানের হিস্টরি দেখতে পারবে।
কেজিডিসিএল বিলিং লিংক
কেজিডিসিএল কাস্টমার পোর্টাল ব্রাউজ করতে নিচের লিংক-এ ক্লিক করুন।
সাইন আপ এবং লগ-ইন পদ্ধতি
আপনি যদি কেজিডিসিএল এর একজন রেজিস্টার্ড গ্রাহক হয়ে থাকেন তাহলে উক্ত পোর্টালে আপনি সাইন আপ করতে পারবেন। আমরা জানি একবার সাইন আপ করলে একাউন্ট খোলা হয়ে যাবে। পরবর্তীতে আর সাইন আপ করার প্রয়োজন হবে না শুধু লগ-ইন করতে হবে। সাইন-আপ করার জন্য উপরে দেয়া ওয়েবসাইটে গিয়ে সাইন আপ লিংকে ক্লিক করতে হবে। নিচের ইমেজ থেকে সাইন আপ অপশন টি দেখে নিন।

সাইন আপ লিংকে ক্লিক করে আপনার কাস্টামার কোড, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি তথ্যাদি ইনপুট করে সাবমিট করুন। এখানে উল্লেখ্য যে, অনলাইন বিলিং এর জন্য আপনি ইতোমধ্যে কেজিডিসিএল অফিসে গিয়ে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এখানে সে-ই মোবাইল নাম্বারটি দিতে হবে।

প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি বার্তা প্রেরিত হবে। আপনাকে ওটিপি কোড টি এখানে টাইপ করে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। একবার একাউন্ট খোলা হয়ে গেলে পরবর্তীতে একাউন্ট খোলার সময় প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আপনি বিলিং সংক্রান্ত কাজগুলো সহজেই সম্পাদন করতে পারবেন। লগ-ইন করার পর আপনি নিচের পেজ টি দেখতে পারবেন।
গ্যাস বিল এর স্ট্যাটাস বা হিস্টরি দেখা
লগ ইন করার পর আপনি বাম পাশের বিল ডিটেইলস মেনু থেকে আপনি আপনার বর্তমান বকেয়া বিলের পরিমান জানতে পারবেন। তাছাড়াও ইতোমধ্যে আপনি যে সমস্ত বিল পরিশোধ করেছেন তার হিস্টরি সার্চ করে দেখতে পারবেন।
ওয়েবসাইটের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ
আপনি যদি একজন আবাসিক শ্রেণির গ্রাহক হন তাহলে ওয়েবসাইট থেকেই আপনি ডিবিবিএল কার্ড , রকেট, ভিসা কার্ড বা মাস্টার কার্ড এর মাধ্যমে বকেয়া গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

বিল পরিশোধের জন্য ডান পাশের পে বাই কার্ড অপশনে গিয়ে আপনার পছন্দমত কার্ড ব্যবহার করে বকেয়া পরিশোধ করতে পারবেন।

বিল পরিশোধ হয়ে গেলে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কনফার্মেশন বার্তা পাবেন। এতে করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার বিল পরিশোধের বিষয়টি কেজিডিসিএল সার্ভারে পোস্টিং হয়েছে।
বিল ডাউনলোড
আপনি যদি একজন শিল্প বা বাণিজ্যিক শ্রেণির গ্রাহক হন তাহলে উক্ত ওয়েবসাইট থেকেই আপনি আপনার বিলের কপি ডাউনলোড করে ব্যাংকে জমা প্রদান করতে পারবেন। এক্ষেত্রে আপনি অফিস থেকে কুরিয়ার এর মাধ্যমে প্রেরিত বিলের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা জানি প্রতিটি বিল জমা করার একটি শেষ তারিখ থাকে। সেই তারিখের পরে বিল জমা প্রদান করলে সারচার্জ দিতে হয়। অফিস থেকে কুরিয়ারের মাধ্যমে প্রেরিত বিল পেতে বিলম্ব হলে ওয়েবসাইট থেকে খুব সহজেই বিল ডাউনলোড করে নির্ধারিত তারিখের পূর্বেই বিল জমা দিয়ে সারচার্জ থেকে রেহাই পাওয়া যাবে।
কেজিডিসিএল এর কাস্টমার পোর্টাল ব্যবহার করে এভাবে আপনি আপনার বকেয়া বিল সম্পর্কে জানতে, বকেয়া বিল পরিশোধ এবং পরিশোধিত বিলের হিস্টরি জানতে পারবেন।
সময়মতো গ্যাস বিল পরিশোধ করলে সারচার্জ থেকে রক্ষা পাওয়া যায়। ধন্যবাদ।