বাংলাদেশের অনেক সেবা বর্তমানে খুব সহজেই অনলাইনে পাওয়া যায়। বাংলাদেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয় পত্র একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অধিকাংশ নাগরিক সেবা পেতে হলে জাতীয় পরিচয় পত্র দাখিলের প্রয়োজন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে জাতীয় পরিচয় পত্র ছাড়া জাতীয় এবং স্থানীয় নিবার্চনে ভোট দেয়ার সুযোগ থাকে না। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি সংক্রান্ত সকল সেবা প্রদান করে থাকে। ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন বেশ কিছু সেবা সহজীকরণ করেছে। জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত অনেক সেবাই বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে।
এনআইডি অনলাইন সেবাসমূহ
- যে সমস্ত নতুন ভোটার যাদের নিবন্ধন শেষ হয়েছে কিন্তু পরিচয় পত্রের কপি এখনো হাতে পাননি তারা খুব সহজেই এবং বিনাখরচে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের কপি ডাউনলোড করতে পারবেন।
- যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে এবং সেটি যদি হারিয়ে বা নষ্ট হয়ে যায় এবং সেটি পুনরায় উত্তোলন করার প্রয়োজন হয়, তাহলে অনলাইন হতে জাতীয় পরিচয় পত্রের অনুরুপ কপি ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ফি দেয়ার জন্য কোন ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না । ঘরে বসেই নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে
- আপনার জাতীয় পরিচয় পত্রের কোন তথ্য যদি ভূল লিপিবদ্ধ হয় তাহলে আপনি অনলাইনে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
- তথ্য সংশোধন হওয়ার পর অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের অনুরুপ কপি ডাউনলোড করা যাবে।