SMART CARD ID NUMBER
SMART CARD ID NUMBER

এসএমএস এর মাধ্যমে জেনে নিন আপনার স্মার্ট কার্ড আইডি নাম্বার

যারা এখনো স্মার্ট কার্ড পান নি কিন্তু এনআইডি কার্ড আছে তারা স্মার্ট কার্ড হাতে পাওয়ার আগেই এই টেকনিক অবলম্বন করে আপনার স্মার্ট কার্ড নাম্বারটি জেনে নিতে পারেন।

বাংলাদেশের সকল ভোটারদের জাতীয় পত্র বা এনআইডি রয়েছে। প্রথমদিকে এনআইডি নাম্বার ছিল ১৩ ‍ডিজিটের। পরবর্তীতে জন্মসাল যোগ করে ১৭ ডিজিটের করা হয়। আর স্মার্ট কার্ড আইডি নাম্বার ১০ ডিজিটের হয়ে থাকে। 

তো চলুন দেখা যাক, কিভাবে আমরা এসএমএস এর মাধ্যমে আমাদের স্মার্ট কার্ড আইডি নাম্বারটি পেতে পারি।

স্মার্ট কার্ড আইডি নাম্বার জানার উপায়

  • প্রথমে আমরা এনআইডি সার্ভিস পোর্টালে প্রবেশ করবো। গুগলে এনআইডি লিখে সার্চ করলেই আমরা এনআইডি পোর্টালটির লিংক পেয়ে যাবে। অথবা এখানে ক্লিক করেও প্রবেশ করতে পারেন। এনআইডি পোর্টাল থেকে আমরা কিকি সেবা পেতে পারি তা জানার জন্য ভিজিট করুন – জাতীয় পরিচয় পত্রের অনলাইন সেবা
  • পোর্টালে প্রবেশের পর দু’টি অপশন দেখতো পাবো- NID Sign up
     রেজিস্টার করুন অপশন টি সিলেক্ট করুন।
  •      ‍রেজিস্টার করুন অপশন টি সিলেক্ট করার পর নিচের ইমেজের মতো একটি ইন্টারফেস আসবে- যেখানে আপনার এনআইডি অনুযায়ী এনআইডি নাম্বার, জন্মতারিখ এবং ক্যাপচা পূরণ করতে হবে। এখানে উল্লেখ্য যে, আপনার এনআইডি যদি ১৩ ডিজিটের হয় তাহলে শুরুতে জন্মসাল বসাতে হবে। তারপর সাবমিট করুন।  NID Sign up
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। এটি অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী হতে হবে। কেননা  প্রদত্ত তথ্যটি সার্ভারে যাচাই করা হবে। 

  • বর্তমান ও স্থায়ী ঠিকানা ঠিক থাকলে পরের ধাপে একটি মোবাইল নাম্বার দিতে হবে যেখানে একটি ওটিপি (ওয়ান টাইস পাসওয়ার্ড) প্রেরণ করা হবে।
  • মোবাইল নাম্বার দিয়ে বার্তা পাঠান বাটনে ক্লিক করলেই মোবাইলে একটি ১০৫ নাম্বার থেকে একটি এসএমএস আসবে।
  • উক্ত এসএমএস থেকেই আমরা পেয়ে যাবো আমাদের ১০ ডিজিটের স্মার্ট কার্ড আইডি নাম্বার।  উপরের চিত্রে যা সবুজ রং দ্বারা ওভারলেপ করে দেখানো হলো। 
আপনি বাকী তথ্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply