বিল আইন বিধি ও অধ্যাদেশ
বিল আইন বিধি ও অধ্যাদেশ

বিল, আইন, বিধি ও অধ্যাদেশ

বিল

বিল হচেছ আইনের প্রাথমিক ধাপ।  কোন একটি আইন প্রণয়নের প্রয়োজনে যে খসড়া বা প্রস্তাবনা সংসদে উত্থাপন করা হয় তাকেই বিল বলা হয়। কোন  আইন প্রণয়নের জন্য প্রস্তাবনাকে বিল আকারে সংসদে উত্থাপন করা হলে সে টি নিয়ে সংসদ সদস্যরা আলোচনা-সমালোচনা করেন। আলোচনা-সমালোচনার পর সেটি যদি সংখ্যাগরিষ্ট সংসদ সদস্যদের ভোটের দ্বারা বিলটি পাশ হয়ে থাকে তবে সেটি যথাযথ প্রক্রিয়ায় পরবর্তীতে  আইনে পরিণত হয়। যথাযথ প্রক্রিয়া বলতে সংখ্যাগরিষ্টের ভোটে নির্বাচিত হলে রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করা হয়। রাষ্ট্রপতির সম্মতি পেলেই তবে বিলটি সংসদের আইনে পরিণত হয়। 

আইন

আইন প্রসঙ্গে উইকিপিডিয়ার বাংলা সংস্করণে একটি সাধারণ সংজ্ঞার উল্লেখ রয়েছে, সেটি হলো- “মানুষকে সুষ্ঠু, স্বাধীন এবং সুশৃংখলভাবে পরিচালনার জন্য যে নিয়ম-কানুন তৈরি করা হয় তাকে আইন বলে”। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইন হলো সার্বভৌম শক্তি কর্তৃক বলবৎযোগ্য বিধান, যা সকলের জন্য অবশ্য পালনীয়।

বিধি

বিধি এবং আইনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে আইন শব্দটি ব্যাপক এবং বিধি শব্দটি কিছুটা নির্দিষ্ট। যেমন, আইনত শব্দটি বৈধ, অবৈধ উভয় ব্যাপারেই ব্যবহার করা হয়। কিন্তু বিধিসম্মত শব্দটি শুধু বৈধ বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

অধ্যাদেশ

রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন সেটিকে অধ্যাদেশ বলে। অধ্যাদেশ সাধারণত যখন সংসদ অধিবেশন চালু থাকে না তখন বিশেষ ক্ষমতাবলে অধ্যাদেশ  বা অর্ডিন্যান্স জারি করে থাকেন। 

পরবর্তীতে যখন সংসদ অধিবেশন চালু হয় তখন ৩০ দিনের মধ্যে তা আইনে রুপান্তর করতে হয়। যদি আইনে রুপান্তর করা না যায় তাহলে সেটি বাতিল হয়ে যায়।  

Leave a Reply