Bangla Spell Checker
Bangla Spell Checker

এখান থেকে বাংলা বানান যাচাই করুন – বাংলা স্পেল চেকার

আজকের আলোচনায় দেখবো আমাদের প্রিয় মাতৃভাষার একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। সেটি হলো  বাংলা স্পেল চেকার এপ্লিকেশন যার নাম হলো ‘সঠিক’। আমরা দেখেছি বা জানি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন ইংরেজিতে কিছু টাইপ করি তখন সেখানে কোন বানান ভুল থাকলে ভুল শব্দটির নিচে একটি লাল রংয়ের আন্ডারলাইন পড়ে। আমরা সেখানে রাইট বাটন ক্লিক করে সাজেস্টেড সঠিক শব্দ দ্বারা ভুল শব্দটি প্রতিস্থাপন করতে পারি। আমাদের প্রিয় মাতৃভাষার টাইপিং-এ যদি এরকম কিছু করা যায় তবে কেমন হয়! হ্যাঁ,  আইসিটি অধিদপ্তর এর তত্ত্বাবধানে তৈরী করা ‘সঠিক’ এ রকমই একটি টুল।  উক্ত এপ্লিকেশন বা টুল ব্যবহার করে আমরা নানাভাবে বাংলা বানান চেক এবং প্রয়োজনে সংশোধন করতে পারি। ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের প্রয়োজনীয় খসড়া লিখা এখান থেকে পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন করে নেয়া যায়।

’সঠিক’ এর বিশেষত্ব

সঠিক এর বিশেষত্ব হলো এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করায় শব্দের ব্যবহার প্রাসঙ্গিক হয়েছে কী না তা যাচাই করা যায়। তাছাড়াও নানাবিধ সুবিধা রয়েছে।  

সঠিক সফটওয়্যারটি বাংলা একাডেমির প্রমিত বানানবিধি ও প্রমিত বানান অভিধানকে অনুসরণ করছে।

অনলাইন বা কম্পিউটারে লেখালেখির প্রায় সকল মাধ্যমে ’সঠিক’ ব্যবহার করা যায়। ওয়েব ইন্টারফেস ছাড়াও এর রয়েছে ব্রাউজার এক্সটেনশন এবং মাইক্রোসফট ওয়ার্ডের সাথে ব্যবহারের জন্য একটি প্লাগিন রয়েছে। তাছাড়াও এর এপিআই সুবিধা রয়েছে।

আর একটি ‍সুবিধা হলো ইউনিকোড ছাড়াও সাধারণ বিজয় লে-আউটের লেখাও এখান থেকে পরীক্ষা করা যায়।

বাংলা বানান চেকের পদ্ধতি

বাংলা বানান পরীক্ষা এবং প্রয়োজনীয় সংশোধনের জন্য ওয়েব এপ্লিকেশনটি ওপেন করতে এখানে ক্লিক করুন।

নিচের ইমেজের মতো একটি উইনডো ওপেন হবে।

Bangla Spell checker

এই এপ্লিকেশনটি ব্যবহার করে আমরা বিভিন্ন উপায়ে বানান পরীক্ষা এবং সংশোধন করতে পারবো। এখানে সরাসরি লিখে , কপি -পেস্ট করে এবং ডকুমেন্ট ফাইল আপলোড করে বানান পরীক্ষা এবং সংশোধন করা যায়।

ভুল বানানগুলো আমরা ইনলাইনে অথবা সাইডবারে দেখতে পারি। তাছাড়াও কতকগুলো এরর রয়েছে তার সংখ্যাও দেখা যায়। 

সীমাবদ্ধতা

বর্তমানে এর বেটা ভার্সন চলছে। সবসময় এটা যথার্থ শব্দ সাজেস্ট করতে পারে না। রিয়েল টাইম এরর চেকিং-এ সীমাবদ্ধতা রয়েছে। এর অভিধান আরোও সমৃদ্ধ করার বিষয়টি চলমান রয়েছে। ইউজারদের ফিডব্যাক এবং ইনপুটের আলোকে এর উন্নয়ন কাজ চলমান রয়েছে।

উপসংহার

সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভাষায় লেখালেখির প্রুফরিডিং এর জন্য এটি একটি চমৎকার মাধ্যম। দাপ্তরিক নথি বা পত্রের খসড়া এখান থেকে পরীক্ষা করে নিতে পারেন। কোন একটি বড় লেখা সম্পাদনার ক্ষেত্রে এই সফটওয়্যারের ব্যবহার খুবই কার্যকরী। আমরা এর ধারাবাহিক সমৃদ্ধি কামনা করছি।

Leave a Reply